Uncategorized

ডেমরার মাতুয়াইলে গোলেনুর মসজিদে দূর্নীতিবাদ কমিটির বিরুদ্ধে ক্ষোভ

  নিজস্ব প্রতিবেদক ১৫ জুলাই ২০২২ , ৯:২৫ পিএম প্রিন্ট সংস্করণ

ডেমরার মাতুয়াইলে গোলেনুর মসজিদে দূর্নীতিবাদ কমিটির বিরুদ্ধে ক্ষোভ
ডেমরার মাতুয়াইলে গোলেনুর মসজিদে দূর্নীতিবাদ কমিটির বিরুদ্ধে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক 

রাজধানী ডেমরা থানাধীন দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৫ নং ওয়ার্ডে অন্তর্ভুক্ত মুসলিমনগর অবস্থিত ঐতিহ্যবাহী মসজিদ মোক্তার-এ-গোলেনুর জামে মসজিদে আজ জুমা’র নামাজের পর স্হানীয় দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৫  নং ওয়ার্ডে কাউন্সিলর আলহাজ্ব শামসুদ্দিন ভুঁইয়া সেন্টুর উপস্থিতিতে দূর্নীতিবাজ মসজিদ কমিটির সদস্যদের নিয়ে পুনয়ার কমিটি অনুমোদন দেওয়ার সময় উপস্থিত অএ এলাকার সাধারণ  মুসুল্লিদের   রোষানলে পরেন স্হানীয় কাউন্সিলর শামসুদ্দিন ভুঁইয়া সেন্টু ও বর্তমানের মসজিদ কমিটির দুর্নীতিবাজ সভাপতি সাইদুর রহমান সাদেক,সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ব্যাপারী,ক্যাশিয়ার হাজী আবুল খায়ের সহ মসজিদে ভিতর অবরুদ্ধ হয়ে পরে,দুই পক্ষে হাতহাতি ঘটনা ঘটে,ঐ সময় স্হানীয় সাংবাদিক সংগঠন ডেমরা প্রেসক্লাবে সাংবাদিকদের  হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে এই সময় ডিএমপি ডেমরা থানার অন্তর্ভুক্ত  কোনাপাড়া পুলিশ ফাঁড়ি একদল চৌকস পুলিশ টিম সাথে উপস্থিত হয়,স্হানীয় সাংবাদিকদের প্রশ্নে স্হানীয় বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক একজন বর্তমান মসজিদ কমিটির দুর্নীতি বাজ সভাপতি সাধারণ সম্পাদক ও ক্যাশিয়ারে কাছে ২০ বছরের আয় ব্যয় হিসেব চাইলে গালাগালি করে ভয়ভীতি হুমকি প্রদর্শন করে,কিছুদিন আগে অএ মসজিদ থেকে ২৮০০০ আঁঠাশ হাজার টাকা চুরি হয়ে যায়! কিন্ত মসজিদ কমিটি কোন সঠিক পদক্ষেপ না নেওয়াতে চুরি টাকা গেলো কোথায় জানতে চাইলে কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও ক্যাশিয়ার সাধারন মুসুল্লীদের সাথে খারাপ আচারন করে,এতে সাধারন মুসুল্লিদের সন্দেহ হয়,স্হানীয় কাউন্সিলর  সাথে যোগাযোগ করতে চাইলে কাউন্সিলর শামসুদ্দিন ভুঁইয়া সেন্টু সাংবাদিকদের ক্যামেরার সামনে কোন কথা বলতে নারাজ পরে দ্রুত স্হান ত্যাগ করেন, বর্তমানে পরিস্থিতি থমথমে  বিরাজ করছে।