জাতীয়

ডেমরার ডগাইর এলাকায় সন্ত্রাসী কায়দায় রাতের আধারে রাস্তা দখল করে সীমানা নির্মান

  নিজস্ব প্রতিবেদক ১২ নভেম্বর ২০২০ , ৯:০০ এএম প্রিন্ট সংস্করণ

নামুল হাসানঃ

ডেমরা থানা এলাকার ডগাইর মাজার রোডে নিয়মনীতির তোয়াক্কা না করে বাড়ি নির্মাণ করায় অবরুদ্ধ হয়ে পড়েছেন কেটিভি বাংলা চেয়ারম্যানের পরিবারের সদস্যরা।

প্রতিবেশী আজিজ সন্ত্রাসী কায়দায় রাতের আধারে রাস্তা দখল করে বাড়িতে প্রবেশের পথ আটকে দেয়াল নির্মাণ করায় যাতায়াত বন্ধ হয়ে গেছে ওই পরিবারটির।

নিয়মানুযায়ী বাড়িতে যাতায়াতের পথ খোলা রাখার দাবিতে স্থানীয় ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ডেমড়া থানা বরাবর লিখিত অভিযোগ দিয়েও কোনো ফল পায়নি ওই ভুক্তভোগী পরিবারটি।সুবিচার পাওয়ার আশায় আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন নাগরিক অধিকার বঞ্চিত কেটিভি বাংলা চেয়ারম্যান মামুনুর হাসান টিপু।

কেটিভি বাংলা চেয়ারম্যান মামুনুর হাসান টিপু জানান, বর্তমানে বাড়িতে প্রবেশের পথ একেবারেই বন্ধ হয়ে গেছে। পাশেই প্রতিবেশী আজিজ এর সীমানা প্রাচীর।বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তা নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ বা কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার জন্য তাকে বের করে আনারও কোনো রাস্তা নেই।চলাচলের রাস্তা রেখে সীমানা প্রাচীর নির্মাণের জন্য বলা হলেও কর্ণপাত করেননি তারা। গত ২০০৭ সালে তানভীরআহম্মেদ ও মোসাম্মৎ সেলিনা ওসমান কাছ থেকে ৩.শতাংশ জমি কেনেন মৃত লাল মিয়া । কেটিভি বাংলা চেয়ারম্যান মামুনুর হাসান টিপুর পিতা । জমি বিক্রেতার সঙ্গে চুক্তি মোতাবেক যাতায়াতের রাস্তা ছিল।

এ বিষয়ে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ডেমড়া থানা বরাবর অভিযোগ দিয়েও কোনো ফল হয়নি।তিনি অভিযোগ করেন, রাস্তা দখল করে বাড়ি নির্মাণকারীরা স্থানীয় প্রভাবশালীদের আত্মীয়-স্বজন হওয়ায় তারা বরাবরই আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাচ্ছে।

পরিবারের বৃদ্ধ ও শিশুদের কথা চিন্তা করে এবং নাগরিক অধিকার ফিরিয়ে দিতে প্রশাসনের সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন কেটিভি বাংলা চেয়ারম্যান মামুনুর হাসান টিপু ।