ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭০ নং ওয়ার্ডে করোনা ভাইরাস বিস্তাররোধ কার্যক্রমের পাশাপাশি ডেঙ্গু মশা নিধনে কার্যক্রম অব্যাহত রয়েছে। এর ধারবাহিকতায় ৭০ নং ওয়ার্ডে মশক নিধন ওষুধ ছিটানো হচ্ছে।
গত সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭০ নং ওয়ার্ডের অামুলিয়া, মেন্দিপুর,শূন্যটেংরা,ধীৎপুরসহ কয়েকটি এলাকায় মশক নিধন ওষুধ ছিটানো হয়।
৭০ নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী অাতিকুর রহমান অাতিক বলেন,মাননীয় মেয়র শেখ ফজলে নূর তাপস মহোদয় নির্দেশে বছর ব্যাপী মশক নিধন কার্যক্রম অব্যাহত রেখেছি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিদিষ্ট ওয়েবসাইটে গিয়ে অাপনারা এখন অাবেদন করলে নিদিষ্ট ফি এর মাধ্যমে অাপনার বাসায় পৌছে যাবে মশক নিধনের কর্মকর্তারা।করোনা ভাইরাস বিস্তার রোধে আমাদের কার্যক্রমের পাশাপাশি ডেঙ্গু সহ অন্যান্য ক্ষতিকর মশক নিধনে কার্যক্রমও অব্যাহত আছে।সোমবার সকাল থেকে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় লার্ভিসাইড ওষুধ ছিটানো হয়। যে ওষুধটা মশার ডিম্বাশয় ধ্বংস করে মশার বিস্তার রোধ করে। আমাদের এ কার্যক্রম ধারবাহিক ভাবে চলছে। এছাড়াও ফগার মেশিন দিয়েও সন্ধ্যায় ওষুধ ছিটানো হচ্ছে। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।