জাতীয়

ট্রাফিক-ডেমরা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

  নিজস্ব প্রতিবেদক ৯ জুন ২০২১ , ৬:৩২ পিএম প্রিন্ট সংস্করণ

নাজমুল হাসানঃ

পরিবেশ দূষণ হ্রাসের লক্ষে Green Traffic Environment বজায় রাখতে ট্রাফিক-ডেমরা জোনের উদ্যোগে রায়েরবাগ আউটগোয়িং যাত্রী ছাউনির নিকটবর্তী স্থানে ০৩ জুন ২০২১ খ্রি. বেলা ০৯ঃ৩০ ঘটিকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
দূষণের মধ্যেই রোজ শ্বাস নিচ্ছি আমরা প্রত্যেকে। ক্রমেই অসুস্থ হয়ে পড়ছে পৃথিবী। দূষণ একটি স্লো পয়জানের মতো মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে মানবজাতিকে। তাই এখন প্রয়োজন পরিবেশ সচেতনতা বাড়ানোর। সাধারণ মানুষ হিসেবে আমাদের হাতে যেটুকু ক্ষমতা আছে, তা দিয়েই প্রকৃতিকে সুস্থ করে তোলার চেষ্টা করাই সকলের দ্বায়িত্ব।ট্রাফিক-ডেমরা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন পরিবেশকে সুস্থ রাখতে সহায়ক ভুমিকা পালন করবে।ট্রাফিক-ডেমরা জোনের উদ্যোগে রায়েরবাগ আউটগোয়িং যাত্রী ছাউনির নিকটবর্তী স্থানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ গ্রহন করেন ট্রাফিক-ডেমরা জোনের এসি-ইমরান হোসেন মোল্লা সহ ট্রাফিক পুলিশ সদস্যরা।