নিজস্ব প্রতিবেদক ১৫ সেপ্টেম্বর ২০২০ , ১২:৩৯ এএম প্রিন্ট সংস্করণ
অদ্য ১৪ই সেপ্টেম্বর ২০২০ রোজ সোমবার আনুমানিক বিকাল ৫:৩০মিনিটে সাদা রংয়ের এক প্রাইভেট কার যোগে সোনারগাঁও ক্রসিং হতে ফার্মগেট যাচ্ছিলেন ফাজিয়া জাফরিন মাওমি।গাড়ির পিছনের সিটে বসে নিজের মোবাইল ফোনে কথা বলছিলেন তিনি ।কথা বলার সময় জানালার গ্লাস নামানো ছিল ।
তিন যুবক গাড়ির পাশে পাশে হাঁটছে ।চালক ও মহিলার চিৎকারে ট্রাফিকের দায়িত্ব প্রাপ্ত টি আই বিপ্লব ভৌমিক, সঙ্গীয় সার্জেন্ট নাজমুল হুদা ও কনেস্টবল ২৭৬৭০ কার্তিক রায় দৌড়ে ঘটনা স্থলে যান এবং গাড়ির চালকের সহযোগিতায় মুল আসামি মো: মাহাবুব, বয়স ২২ বছর কে গ্রেফতার করে । ততক্ষণে ছিনতাই কৃত মোবাইল ফোন সহযোগী রাজীবের নিকট চলে যায় ।
ধৃত মাহাবুব ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন বউলা গ্রামের আব্দুল মালেকের ছেলে ।সে ঢাকায় মোহাম্মদপুর রায়ের বাজার বেড়িবাঁধ এলাকায় কবির মিয়ার বাড়ির ভাড়াটিয়া ।মিসেস ফাজিয়া জাফরিন মাওমি, স্বামী কর্নেল শাকিল আহমেদ, মিরপুর ক্যান্টনমেন্ট এর বাসিন্দা ।
ধৃত আসামিকে তেজগাঁও থানার সিরা ৬১ এসআই/জনাব তারেক জাহানের নিকট পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রেরণ করা হয়েছে ।
এ বিষয়ে পথচারীদের সাথে কথা বলে জানা যায়, কাওরান বাজার ও আশপাশ এলাকায় যাতায়াতের সময় মাঝে মাঝে এ ধরনের ঘটনা ঘটে ।এ বিষয়ে সকলের সচেতনতা প্রয়োজন পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর আরো নজর দিতে হবে ।