নিজস্ব প্রতিবেদক ২৪ অগাস্ট ২০২০ , ২:৪৯ পিএম প্রিন্ট সংস্করণ
টিকটকসহ অন্যান্য অ্যাপ ব্যবহার করে ‘অশ্লীল’ ভিডিও আপলোড বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন এ রিট দায়ের করেন। আজ সোমবার (২৪ আগস্ট) রিটটি এফিডেভিট করা হয়।
রিট আবেদনে টিকটক এবং অন্যান্য অ্যাপ ব্যাবহার করে সোশ্যাল মিডিয়ায় কী ধরনের কনটেন্ট বা ভিডিও আপলোড করা যেতে পারে সে বিষয়ে একটি গাইডলাইন তৈরি করা হবে কিনা তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। রিটে উল্লেখ করা হয়, অতি সম্প্রতি টিকটক ব্যবহার করে কিছু কিশোর-তরুণ অশ্লীল শব্দ ও অঙ্গভঙ্গির মাধ্যমে কন্টেন্ট তৈরি করে সমাজে অস্থীতিশীল পরিবেশ সৃষ্টি করছে। যা সামাজিক অবক্ষয়ের দিকে পুরো ব্যবস্থাকে নিয়ে যাচ্ছে। এ থেকে প্রতিকার চেয়ে রিট করা হয়েছে। বিচারপতি জে বি এম হাসানের দ্বৈত বেঞ্চে রিটটি শুনানি হবে।