নিজস্ব প্রতিবেদক ২১ অগাস্ট ২০২০ , ৮:১৪ পিএম প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইলে বাস-সিএনজি চালিত অটোরিকশার সংর্ঘষে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২ জন আহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভূঞাপুর উপজেলার ভদ্রশিমুল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন (৪২), তার স্ত্রী কুকাদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিউলী খাতুন (৩৪) ও আল আমিনের বাবা সোহরাব হোসেন (৭০) এবং মা সালেহা বেগম (৬৪)। এছাড়া আহত হয়েছেন আল-আমিনের বোন হাজেরা খাতুন ও একই গ্রামের সিএনজি চালক ফেরদৌস।
এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ইনচার্জ কামাল হোসেন বিডি২৪লাইভকে বলেন, শুক্রবার সকালে হতাহতরা ভূঞাপুর থেকে সিএনজি ভাড়া করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের যাচ্ছিলেন। পথিমধ্যে সিএসজিটি মহাসড়কের সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গগামী সৈকত পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৬ জন আহত হয়।