জাতীয়

টঙ্গীবাড়ি-ঢাকা সড়কে বন্যার পানি উঠায় যান চলাচল বন্ধ ১৬৪ গ্রাম প্লাবিত

  নিজস্ব প্রতিবেদক ২৭ জুলাই ২০২০ , ১:১৪ পিএম প্রিন্ট সংস্করণ

সোমবার (২৭ জুলাই) সকাল ৬টায় মুন্সীগঞ্জের ভাগ্যকূল পয়েন্টে ৭.০৮ মিটার উচ্চতায় পদ্মার পানি প্রবাহিত হচ্ছে। যা বিপদসীমার ৭৮ সেন্টিমিটার উপরে। গেল একদিনের ব্যবধানে পদ্মার পানি এক সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এতে করে জেলা বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। একদিনের ব্যবধানে নতুন করে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এরই মধ্যে টঙ্গীবাড়ি-ঢাকা সড়কের লৌহজং উপজেলার মালির অংক এলাকায় পানি ওঠায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে এই সড়কের চলাচলরত মানুষের দূর্ভোগ পোহাতে হচ্ছে।

সরকারি হিসাবে, মুন্সীগঞ্জের ৪টি উপজেলার ২১টি ইউনিয়নের ১৬৪টি গ্রাম প্লাবিত হয়েছে। জেলাতে ৫৭টি আশ্রয় কেন্দ্রের মধ্যে ৩৮৫টি পরিবার আশ্রয় নিয়েছে। বন্যার কারনে ৩২ হাজার পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে।