নিজস্ব প্রতিবেদক ২০ ডিসেম্বর ২০২০ , ৯:৪০ এএম প্রিন্ট সংস্করণ
ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধি:
তৃতীয় ধাপে ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌর নির্বাচন। ৩০ জানুয়ারী পৌর নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ মেয়র ও ত্রিশাল পৌর সভার বর্তমান মেয়র এবিএম আনিচ্ছুজামান আনিছ ত্রিশাল বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন।
গতকাল রাত ১০ টার দিকে ত্রিশাল বাজার ব্যবসায়ীদের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভাটি ত্রিশাল পৌর বাজারের মদক পট্টী এলাকায় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় জনসভায় রূপ ধারণ করে।
বিশিষ্ট সমাজসেবক মোস্তাফিজুর রহমান আলমগীরের সভাপতিত্বে সাংবাদিক অধ্যাপক গোলাম মোস্তফা সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিচ্ছুজামান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আবুল কালাম গুরু, এডভোকেট আব্দুল বারেক, মশিউর রহমান দীপক,, আব্দুল লতিফ মাস্টার, শ্রী শংকর রায়, ঠিকাদার শওকত আলী লাভলু, সাইফুল ইসলাম তোতা,আলহাজ্ব সিরাজুল ইসলাম,হারুন অর রশীদ,মোতাহার হোসেন সহ ত্রিশাল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগন।