নিজস্ব প্রতিবেদক ২৫ জুলাই ২০২২ , ৬:৫১ পিএম প্রিন্ট সংস্করণ
দৈনিক দেশ আমার প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের নির্দেশনায় বাল্যবিয়ে-মাদক ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক নাটক “আলোর পথে” অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকালে উপজেলার ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাল্যবিয়ে-মাদক ও ইভটিজিং প্রতিরোধে নাটক আলোর পথে মনোমুগ্ধকর অভিনয় করে।
ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয় কতৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি,আইসিটি অফিসার খায়রুল বাশার,ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন ও সহকারী প্রধান শিক্ষক মেজবাহ উল হক তুহিন প্রমূখ উপস্থিত ছিলেন।