নিজস্ব প্রতিবেদক ১৭ অক্টোবর ২০২১ , ১০:০৫ পিএম প্রিন্ট সংস্করণ
সালে অাহমেদ, ডেমরাঃ
তরুন প্রজন্মের প্রিয় ব্যক্তিক্ত সাকিল নাজিম ।প্রতিনিয়ত নানাবিধ প্রয়োজনে বিভিন্ন মানুষের পাশে অকুন্ঠভাবে নির্দিধায় পাশে দাঁড়ান।তার মাঝে অাশার সম্ভাবনা দেখছেন উচ্চশিত যুবকেরা কারন তিনি সমস্যা-সম্ভাবনা নিয়ে প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি অার কেই নন সকলের প্রিয় ভাই ও বন্ধু জনাব শাকিল নাজিম । অাজ তার শুভ জন্মদিন।সময় সংবাদের পরিবারের পক্ষ থেকে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা।অাপনার সামনের দিনগুলো অারো সুন্দর হউক।
জনাব শাকিল নাজিম ১৯৮৫সালের এই দিনে ঢাকা জেলার ডেমরা থানার বামৈলে জন্মগ্রহণ করেন । বাবা জনাব মোঃনাজিম উদ্দিন ছিলেন অত্র অঞ্চলের একসময়ের সুপরিচিত দানবীর ও সমাজসেবক । মা হাফেজা বেগম গৃহিণী। ২ভাই১বোনের মধ্যে সবার ছোট শাকিল নাজিম ।বড় ভাই ইঞ্জিনিয়ার ওয়াদুদ মিয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৬ নং ওয়ার্ডের সকলের সুপরিচিত মুখ ও সিটি নির্বাচনে তীব্র প্রতিযোগিতা করে যিনি জয়ের বন্দের সন্নিকটে গিয়ে সকলের হৃদয়ে মনিকোঠায় ছিলেন।
২০০০সালে বামৈল আইডিয়াল হাই স্কুল থেকে প্রথম বিভাগে এসএসসি, ২০০২ সালে ঢাকা ইমপিরিয়াল কলেজ থেকে এইচএসসি।এছাড়া ও তিনি অামেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় হতে বিবিএ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমবিএ অধ্যয়নরত।
ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি সমাজসেবায় ব্রত রয়েছেন।এ ছাড়া শাকিল নাজিম ডেমরা অঞ্চলের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে নিজেকে জড়িয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। ‘প্রত্যেকে অামরা পরের তরে’ এই স্লোগান নিয়ে তিনি দেশের বিভিন্ন ক্লান্তিকালে নিজেকে সকলের তরে বিলিয়ে দিয়েছেন তারই ধারাবাহিকতায় পেয়েছেন সু-খ্যাতি।
জন্মদিনের প্রতিক্রিয়ায় সমাজসেবক শাকিল নাজিম বলেন, কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি। সব সময় নীতি নৈতিকতা ও আদর্শে অবিচল থেকে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত রেখেছি। আগামীতেও দেশের কল্যানে, এলাকার মানুষের কল্যানে কাজ করে যেতে চাই। আমার জন্মদিনে যারা এসএমএস, সেলফোনে কিংবা সরাসরি শুভেচ্ছা জানিয়ে আমাকে ভালোবাসায় সিক্ত করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আগামীর পথ চলায় সবার ভালোবাসা নিয়ে চলতে চাই নিরন্তর পথ। এসময় তিনি তার বন্ধুমহলকে ও অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন কারন তারা সর্বদা তাকে বিভিন্ন সময়ে সর্বাত্নক সার্পোট দিয়ে তাকে সামনের দিকে ধাবিত করতে অগ্রণী ভূমিকা পালন করেছে।