জাতীয়

জনসাধারনের দ্বারপ্রান্তে সেবা পৌছে দিতে চায় সিদ্ধিরগঞ্জ ভূমি কমিশনার

  নিজস্ব প্রতিবেদক ১৬ নভেম্বর ২০২০ , ৩:৩৯ পিএম প্রিন্ট সংস্করণ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

জনসাধারনের দোড়গোড়ায় কাঙ্খিত সেবা যথা সময়ে পৌছে দেওয়ার প্রত্যাশা ব্যাক্ত করেছেন নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) রেজা মো: মাসুম প্রধান। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, এই সেক্টরটিতে জনগণকে হয়রানীর অভিযোগ রয়েছে, তবে সিদ্ধিরগঞ্জ সার্কেলে আমরা এটা দেখতে চাই না। সাধারণ জনগণ আসবে সঠিক সময়ে প্রত্যাশিত সেবা নিয়ে চলে যাবে। জমিজমা সংক্রান্ত সকল সেবা দিতে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। আমার অফিসের দরজাও সকল সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রয়েছে। সাধারণ জনগণের যেকোন বিষয়ে, আমার সাথে সরাসরি কথা বলে যার যার প্রয়োজন অনুযায়ী সমস্যা সমাধান করার জন্য আমি সকাল থেকে বিকাল পর্যন্ত অফিসে সময় দিয়ে থাকি। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মত আমার কার্য্যালয়কে দালাল মুক্ত করে জনগণের কাছে সেবা পৌছে দিতে। এটা আমার দৃঢ় অঙ্গীকার।
তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন স্যারের নেতৃত্বে আমরা সুন্দর নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের কার্য্যালয়ের সামনে আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজনে যেকোন বিষয়ে আমার সাথে মোবাইল সরাসরি যোগাযোগ করুন, ইনশাল্লাহ যথা সময়ে সঠিক সেবা পৌছে যাবে আপনার পাশে।