জাতীয়

জটিল হয়ে উঠছে পাটকল শ্রমিকদের আন্দোলন

  নিজস্ব প্রতিবেদক ৩০ জুন ২০২০ , ৫:৩৯ পিএম প্রিন্ট সংস্করণ

সরকারি পাটকল বন্ধ এবং ২৫ হাজার স্থায়ী শ্রমিককে বিদায় করে দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে পাটকল শ্রমিকরা আন্দোলন করছে। তারা বলছে সরকারি এই সিদ্ধান্ত পরিবর্তন না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে তারা আমরণ অনশন করবেন। এদিকে সরকারি পাটকলগুলোর শ্রমিকদের আন্দোলনে খুবই বিব্রত সরকারের ঊর্ধ্বতনরা। পাটকল শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে স্থানীয আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির শঙ্কাও দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টমহলগুলো বার বার বৈঠক করছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সরকারের শীর্ষমহলের নির্দেশ, যে কোনও পরিস্থিতিতে এই সমস্যার সুষ্ঠু সমাধান করতে হবে। তবে কয়েদিন ধরে পাটকল শ্রমিকদের এই আন্দোলন চললেও এখনও পর্যন্ত কোনও সমাধান করতে পারেনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি পাটকল বন্ধ করে দেওয়া এবং এসব পাটকলে নিযুক্ত ২৫ হাজার স্থায়ী শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায় করে দেওয়ার বিষয়ে সরকারের বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য বিদ্যমান সমস্যাকে জটিল করে তুলেছে। পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে- সরকারি পাটকলের ২৫ হাজার স্থায়ী শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায় করে দেওয়া হবে। এর প্রক্রিয়া চলছে। আবার বিজেএমসির চেয়ারম্যান বলেছেন, এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত তাকে জানানো হয়নি। সিদ্ধান্ত জানলে বিজেএমসি ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। বিজেএমসি সিদ্ধান্ত বাস্তবায়নকারী সংস্থা মাত্র।

এদিকে বেসরকারি কয়েকটি টিভি চ্যানেলের সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ‘সরকারি পাটকল বন্ধ করে দেওয়া হবে। পাটকলগুলো বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হবে। এজন্য প্রক্রিয়া নির্ধারণ চলছে, তবে তা চূড়ান্ত হয়নি।’ মন্ত্রীর এই বক্তব্য পাটকল শ্রমিকদের আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে। শ্রমিকরা বলছেন, যে কোনও মূল্যে পাটকল বন্ধ করার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এই সিদ্ধান্ত যে কোনও কিছুর বিনিময়ে রুখে দেবে শ্রমিকরা।

এ বিষয়ে জানতে চাইলে বিজেএমসির চেয়ারম্যন বলছেন, ‘সরকারি পাটকল বন্ধ করে দেওয়ার কোনও সিদ্ধান্ত এখনও পাইনি। যে সিদ্ধান্তই হোক প্রজ্ঞাপন জারি হলেই বিজেএমসি ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। এর বেশি আমি কিছুই বলতে পারবো না।’ তাহলে সরকারি পাটকল বন্ধ করে দেওয়ার যে কথা উঠেছে সেই সংবাদটি ভুয়া কিনা- এমন প্রশ্নের জবাবে বিজেএমসির চেয়ারম্যান বলেছেন, ‘ভুয়া হবে কেনো? হয়তো ভেতরে ভেতরে সেরকম আলোচনাই চলছে, যা আমি এখনও জানি না।’

এদিকে সরকারি পাটকলের শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের (অবসর) বিষয়ে ইতোমধ্যে সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন পাওয়া গেছে বলে জানা গেছে। এখন মজুরি কমিশন অনুযায়ী শ্রমিকদের সুযোগ-সুবিধার বিষয়টি চূড়ান্ত করে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী, সচিবসহ বিজেএমসির চেয়ারম্যান।

 

সূত্র:বাংলা ট্রিবিউন