নিজস্ব প্রতিবেদক ৩০ নভেম্বর ২০২০ , ৭:০৭ পিএম প্রিন্ট সংস্করণ
শরীফ মোঃ মাছুম বিল্লাহঃ
শীত মৌসুমে কোভিড-১৯ এর দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় মানবতার কল্যাণে নিয়োজিত ঐতিহ্যবাহী সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘নবীন সমাজ কল্যাণ পরিষদ’ এর উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।
গতকাল ৩০ নভেম্বর ২০২০ সোমবার বিকালে উপজেলার ঢেলের বাজার, আলগী টু চাঁদপুর প্রধান সড়কে অটোরিকশা, সিএনজি ড্রাইভার ও পথচারীদের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত সর্বসাধারণের উদ্দেশ্য সংগঠনের সভাপতি রাসেল আহমেদ গাজী বলেন- শীত মৌসুমে করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় সর্বদা সচেতনতা অবলম্বন করতে হবে। মাস্ক বিহীন ঘর থেকে বের হওয়া যাবেনা। অযথা নাকে মুখে হাত দেওয়া থেকে বিরত থাকতে হবে। প্রতি ঘন্টায় কমপক্ষে ১বার সাবান দিয়ে হাত ধৌত করতে হবে। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাইলেই করোনা ভাইরাস প্রতিরোধ সহ সুস্থ থাকা সম্ভব হবে।
মাস্ক বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবীন সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ওয়ালী উল্লাহ পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, মোঃ ওসমান মৃধ্যা, যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াছিন দেওয়ান, হান্নান বেপারী, শিক্ষা বিষয়ক সম্পাদক শাকিল ঢালি,
দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক রাজু তালুকদার, পরিবেশ বিষয়ক সম্পাদক শাহ-আলম ভুইঁয়া,ইসমাইল, তামিম, সানজিদ প্রমুখ।