জাতীয়

গাড়ীর কেভিনের ভেতরে আটকে পড়াদের  উদ্ধার করলো ফায়ার সার্ভিস

  নিজস্ব প্রতিবেদক ৬ মার্চ ২০২১ , ১২:৩০ পিএম প্রিন্ট সংস্করণ

সালে আহমেদ,ডেমরাঃ

ঢাকা-সিলেট মহাসড়ক এলাকায় গাড়ীর কেভিনের ভেতরে আটকে পড়া কাভারভ্যানের ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করছে ডেমরা ফায়ার সার্ভিসের চৌকস উদ্ধারকর্মীরা।
গত শুক্রবার  (৫ মার্চ)সকালে ঢাকা -সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওসমান গনী জানান,সকাল সাড়ে দশটায় রুপগঞ্জের গাউছিয়া এন.জেড টেক্সটাইল মিলের সামনে কাভারভ্যান ও ট্রাকের সংর্ঘষ হয়ে কাভারভ্যানের ড্রাইভার জনাব মোঃ ইমান (৩২)  ও হেলপার জনাব মোঃ তাইজুল ইসলাম (৩৫) গাড়ীর কেভিনে আটকা পড়লে তাদের জীবিত উদ্ধার করে পাশ্ববর্তী ইউ.এস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। প্রতিটি জীবনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করার চেষ্টা করেন বলেও তিনি জানান।