জাতীয়

গাইবান্ধায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার আসামী ২০ বছর পর গ্রেফতার

  নিজস্ব প্রতিবেদক ১৬ জুলাই ২০২০ , ৭:৪৯ এএম প্রিন্ট সংস্করণ

 

গাইবান্ধায় ধর্ষণ আইনের মামলায় ২০ বছরের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টায় গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের ইন্দ্রারপাড় নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ সেলিম উদ্দিন বোয়ালী ইউনিয়নের
জৌত গৌড় সরকার গ্রামের
মৃত মেসের উদ্দিনের ছেলে।

এ বিষয়ে সদর থানার ওসি খান মো. শাহরিয়ার মুঠোফোনে জানান, গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম স্যারের দিক নির্দেশনায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি সেলিমকে ইন্দ্রারপাড় নামক স্থান থেকে এএসআই শওকতের নেতৃত্বে একটি দল মোটরসাইকেল নিয়ে তাকে গ্রেফতার করে। আসামি তার চেহারায় পরিবর্তন আনতে মুখে দাড়ি রেখেছেন। তাই প্রথমে আটকের পর তিনি সেলিম নন এবং তার নামে কোন মামলা নেই বলে জোর দাবি করেছিলেন। পরে তাকে থানায় আনার পর সব স্বীকার করেন। দীর্ঘদিন থেকে এই আসামিকে ধরতে ভীষণ বেগ পেতে হয়েছে। চেহারায় পরিবর্তন এবং সবসময় ৫/৭ জন লোকের মাঝে থাকতেন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা নিশ্চিত হয়েই আজ তাকে গ্রেফতার করতে পেরেছি। সম্প্রতি তিনি গাইবান্ধায় গ্রামের বাড়িতে জমি বিক্রি করতে এসেছিলেন বলে জানান সদর থানার সদা তৎপর, সদা হাস্যজ্বল এবং চৌকশ পুলিশ কর্মকর্তা ওসি খান মো. শাহরিয়ার।

উল্লেখ্য ২০০০ সালে গাইবান্ধা সদর থানায় ধর্ষণ আইনে আসামি মোহাম্মদ সেলিম উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় আদালত সেলিমকে যাবজ্জীবন কারাদণ্ডসহ নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। মামলার রায় ঘোষণার পর থেকেই সেলিম পলাতক ছিলেন