নিজস্ব প্রতিবেদক ১৬ জানুয়ারী ২০২১ , ১০:৪১ এএম প্রিন্ট সংস্করণ
রাফিউ হাসান:
মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউল কবির দুলাল বলেছেন, মাদকের কুফল হতে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নাই। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ ঘটে। প্রত্যকটি বাবা-মার উচিত সন্তানের মানসিক বিকাশে সহায়তা করা। সন্তানদেরকে নৈতিক শিক্ষার পাশাপাশি খেলাধূলায় উদ্ধুদ্ধ করার আহবান জানান তিনি।
শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে মেহের উত্তর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দেবীপুর গ্রামে যুব সমাজের উদ্যোগে মাদক ও বাল্যবিবাহ বিরোধী ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ উদ্বোধন শেষে মতবিনিময় সভায় এসব কথা বলেন সম্ভাব্য চেয়্যারম্যান পদপ্রার্থী জিয়াউল কবির দুলাল । তিনি আরও বলেন, ‘খেলার মাধ্যমে সন্তানদের মাঝে লড়াকু মেজাজ গড়ে উঠে, যা শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। খেলাধুলা প্রগতিশীল, অসাম্প্রদায়িক চেতনা এবং সুস্থ মনের বিকাশ ঘটায়।’
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাপ্পি খান, ইস্কান্দার মিয়া, ইব্রাহিম খলিল প্রমুখসহ আরও অনেকে।