জাতীয়

খুলনার ডুমুরিয়ার দুই কৃতি সন্তান -অধ্যাপক ডাঃ আঃ গণি ও অধ্যাপক ডাঃবিশ্বাস আখতারের বিরল কৃতিত্ব অর্জন।

  নিজস্ব প্রতিবেদক ৬ অক্টোবর ২০২০ , ৭:১৩ পিএম প্রিন্ট সংস্করণ

নাজমুল হাসানঃ

উপমহাদেশের বিশিষ্ট দুই চিকিৎসক। খুলনার ডুমুরিয়ার দুই কৃতি সন্তান -অধ্যাপক ডাঃ আঃ গণি মোল্লাহ ও অধ্যাপক ডাঃ বিশ্বাস আখতার হোসেন এর বিরল কৃতিত্ব অর্জন।

অধ্যাপক ডাঃ আঃ গণি মোল্লাহ এদেশের একজন বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক। তিনি ২০২০ সালে স্বনামধন্য আমেরিকান কলেজ অব সার্জনস (FACS) এর সম্মানিত ফেলো নির্বাচিত হয়েছেন।
তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান – নিটোর, ঢাকা ( পঙ্গু হাসপাতাল ) এর পরিচালক ও বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

অধ্যাপক ডাঃ বিশ্বাস আখতার হোসেন ২০০২ সালে বিশ্বখ্যাত আমেরিকান কলেজ অব চেস্ট ফিজিশিয়নস (ACCP) এর সম্মানিত ফেলো (FCCP) নির্বাচিত হন। এর পরের বছর ২০০৩ সালে তিনি ACCP এর সাউথ ইষ্ট এশিয়া অঞ্চলের গভর্নর ( LEGEND) নির্বাচিত হন।
তিনি চেস্ট স্পেশালিষ্টদের ৩টি জাতীয় সংগঠন CHAB, অ্যাজমা এসোসিয়েশন এবং BABIP এর সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ও বিভাগীয় প্রধান নির্বাচিত হন।
তিনি খুলনা জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে সিনিয়র সহ- সভাপতির দায়িত্ব পালন করছেন।

পেশাজীবী সামাজিক সংগঠন ” ডুমুরিয়া ফাউন্ডেশন ” এর পক্ষথেকে ডুমুরিয়ার এই দুই কৃতি সন্তানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।