রাজনীতি

খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় হাইমচরে দোয়া ও মিলাদ মাহফিল

  নিজস্ব প্রতিবেদক ১৩ এপ্রিল ২০২১ , ৬:৩৮ পিএম প্রিন্ট সংস্করণ

শরীফ মোঃ মাছুম বিল্লাহ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাস পুনরায় পাদুর্ভাব হওয়ায় দেশে যেমনি বাড়ছে করোনা রোগী তেমনি ভারি হচ্ছে মৃত্যুর মিছিল। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তাঁর শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় হাইমচরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৩ এপ্রিল ২০২১ বাদ আছর আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা বিএনপির আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্যাহ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক এর সঞ্চালনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মসজিদের খতীব মাওলানা মোঃ আলমগীর হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হারুনর রশীদ গাজী, আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতওয়াল, আজিজুল হক বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান হাওলাদার, অর্থ সম্পাদক আব্দুর রশীদ খান, দপ্তর সম্পাদক নাজমুল হোসেন আখন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন, যুগ্ম সম্পাদক জি এম ফজলুর রহমান আকাশ, জিয়া বিশ্বাস, ইউসুফ হাওলাদার, সোলাইমান মিয়া, শরীফ আহমেদ হাওলাদার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক বোরহান উদ্দিন জুটন, সদস্য সচিব জহিরুল ইসলাম মিয়াজি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল আহমেদ আখন, সদস্য সচিব মিলাদ হোসেন মাঝি, ২নং আলগী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন মাষ্টার, সাধারণ সম্পাদক নজির আহমেদ দেওয়ান, ৩নং দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক আবুল বাশার বাসু মাঝি, ৬নং চরভৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক মাহবুব আলম জিতু সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির শীর্ষস্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।