জাতীয়

কোতয়ালী থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগ করোনা আক্রান্ত নেতাদের সুস্থতা কামানায় দোয়া

  নিজস্ব প্রতিবেদক ২৬ সেপ্টেম্বর ২০২০ , ২:১১ পিএম প্রিন্ট সংস্করণ

শাহিন আহম্মেদ

ঢাকা জেলা প্রতিনিধি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠানকালীন সভাপতি ও আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদসহ আক্রান্ত সকল নেতার সুস্থতা কামনা করে বিশেষ
বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজন করেছেন কোতয়ালী থানা স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ববৃন্দ।

গতকাল(২৬ সেপ্টেম্বর) শুক্রবার কোতয়ালী থানা সদরঘাট এলাকায় ওয়াজঘাট কেন্দ্রীয় জামে মসজিদের জুম্মার নামাজ শেষে কোতয়ালী থানা স্বেচ্ছাসেবক লীগের নেতা এম নরুল আমিন নুরু নেতৃত্ব আক্রান্ত নেতাদের আশু রোগমুক্তির কামনায় বিশেষ দোয়াও মোনাজাত আয়োজন করা হয়।

এ সময় চিকিৎসক, নার্স, সকল স্বাস্থ্যকর্মী, সামরিক-বেসামরিক আইন-শঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও গণমাধ্যমকর্মীসহ করোনা ভাইরাসে সৃষ্ট সংকট জয়ে নিয়োজিত সম্মুখযোদ্ধাদের অভিনন্দন জানিয়ে তাদের সুস্থতা ও মঙ্গল কামনা করা হয়।

কোতয়ালী থানা স্বেচ্ছাসেবক লীগের নেতা এম নুরুল আমিন নুরু বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবং অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী আওয়ামী লীগের নেতৃবৃন্দের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আওয়ামী লীগ মানুষের কল্যাণে সারাজীবন কাজ করে গেছেন। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রকোপ শুরু হলে এই সংগঠন সকল মানুষের পাশে দাঁড়িয়ে- সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছেন।

তিনি আরো বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অভাবগ্রস্থ মানুষের সহযোগিতায় নিয়োজিত রয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন কোতয়ালী থানা ৩৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শওকত হোসেন ও সাংগঠনিক সম্পাদক খোকনসহ স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীরা।