নিজস্ব প্রতিবেদক ১৬ সেপ্টেম্বর ২০২০ , ২:০৪ পিএম প্রিন্ট সংস্করণ
কোতয়ালী ট্রাফিক জোন কর্তৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং ব্রিফিং এবং বৃক্ষরোপন কর্মসূচি ২০২০ ইং উদ্বোধন করেন জনাব – মেহেদী হাসান, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক লালবাগ বিভাগ, ডি এমপি ঢাকা।।
এ-সময় উপস্থিত ছিলেন, অতিঃউপ পুলিশ কমিশনার জনাব- শহিদুল ইসলাম স্যার, আারও উপস্থিত ছিলেন কোতয়ালী ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জনাব- বিমান কুমার দাস, এসি লালবাগ,এসি ফুলবাড়িয়া সহ- কোতয়ালী ট্রাফিক জোনের ইন্সপেক্টর, সার্জেন্ট এডমিন এবং সংগীত শিল্পী – দ্বীন ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।।