জাতীয়

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের হামলার প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  নিজস্ব প্রতিবেদক ৬ ডিসেম্বর ২০২০ , ৬:০৮ পিএম প্রিন্ট সংস্করণ

 

শরীফ মোঃ মাছুম বিল্লাহ

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে মৌলবাদীদের হামলার প্রতিবাদে হাইমচর প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদর আলগী বাজার রব ম্যানশন থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সরকারি হাসপাতাল চত্তরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গতকাল ৬ নভেম্বর রবিবার বিকাল ৪টায় হাইমচর উপজেলা যুবলীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এস এম আল মামুন সুমন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ফখরুদ্দিন আলী আহমেদ, উপজেলা যুবলীগের সদস্য পারবেজ হাওলাদার, উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মহসিন পাটওয়ারী, ছাত্রলীগ নেতা আল হাসান আরিফ হাওলাদার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর হোসেন বেপারী বলেন- মূর্তি আর ভাস্কর্য এক নয়। মূর্তি হচ্ছে হিন্দু সম্প্রদায়ের পূজনীয় আর ভাস্কর্য হলো স্বাধীনতার প্রতিক। কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হামলা মানে এদেশের স্বাধীনতার উপর আঘাত করা। তাই আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে প্রশাসনের প্রতি অনুরোধ- ভাস্কর্যের উপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

উপজেলা যুবলীগের সদস্য জুয়েল মৃধা, মিজান মুন্সি, বেনি আমিন, মিন্টু পাটওয়ারী, নাছির পেদা, মোঃ হানিফ, শাহজাহান, হুমায়ুন বেপারী, মোঃ মনির গাজী, আঃ মতিন মুন্সি ৩নং আলগী দক্ষিণ ইউনিয়ন যুবলীগ নেতা রাসেল গাজী, দেলোয়ার হোসেন সুমন খান, খালেক ঢালী, আফজাল হোসেন রাজু, সালমান মানিক, ৬নং চরভৈরবী ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বিল্লাল বেপারী, ২নং আলগী উত্তর ইউনিয়ন যুবলীগ নেতা সোহেল সরদার, বাবু পাটওয়ারী, কবির পাটওয়ারী, তাফাজ্জল হোসেন, সুমন রাঢ়ী, খোকন ছৈয়াল, ফরিদ মাল, বুলবুল সহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষস্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।