সালে আহমেদ,ডেমরাঃ
মুক্তি পেলেন বিএনপি নেতা ও সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় তার নির্বাচনী এলাকা ঢাকা ৪ ও ৫’র পাশাপাশি মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে বরণ করতে কারাগারের সামনে ভিড় করেন।
সালাহউদ্দিন আহমেদের ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভির আহমেদ রবিন বলেন,ওয়ারী থানায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করলে গত ৩ ফেব্রুয়ারি বুধবার ঢাকার ১৩ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. আফতাবুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে গত বৃহস্পতিবার হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ১৬ ফেব্রুয়ারী( মঙ্গলবার) তিনি মুক্তি পান।২০১৫ সালে রাজধানীর ওয়ারী থানায় করা বিশেষ ক্ষমতা আইনের এই মামলাটির বিষয়ে সালাহউদ্দিন আহমেদ অবগত ছিলেন না। বিষয়টি জানার পর তিনি নিজে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান।ওই দিন আদালত শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসঙ্গত,মামলা ও আদালতের নথিপত্রের তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ৩০ জানুয়ারি রাজধানীর ওয়ারী থানা এলাকার মেয়র মোহাম্মদ হানিফ উড়াল সড়কের কাছে একটি বাসে পেট্রল দিয়ে আগুন ধরানো হয়।