রাজনীতি

কামরুল হাসান রিপনের নির্দেশে ইফতার বিতরণ করলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা বশির উদ্দিন

  নিজস্ব প্রতিবেদক ২৯ এপ্রিল ২০২১ , ৮:২১ পিএম প্রিন্ট সংস্করণ

সালে আহমেদ, ডেমরাঃ
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সংগ্রামী সভাপতি কামরুল হাসান রিপনের নির্দেশে রমজানে দিনমজুর, খেটে-খাওয়া ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছে বংশাল থানা স্বেচ্ছাসেবক মোঃবশির উদ্দিন সুমন।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বংশাল থানা অন্তগত ৩৩ নং ওয়ার্ড সিক্কাটুলী পার্কের সামনে দুইশত গরিব দুঃখীদের মাঝে ইফতার বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ বংশাল থানা স্বেচ্ছাসেবক লীগের নেতা বশির উদ্দিন সুমন।
করোনাভাইরাসের প্রভাব পড়েছে গোটা দুনিয়ায়। এর মধ্যেই শুরু হয় পবিত্র রমজান মাস।  এই সময়টাতে বিপাকে পড়েছেন অসহায়, কর্মহীন, রিকশাচালক ও নিম্ন আয়ের মানুষ।  তবে এই সংকটকালীন এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন বশির উদ্দিন সুমন।  রমজানের প্রথম দিন থেকেই ইফতার বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তিনি।

ইফতার বিতরণ কর্মসূচি প্রসঙ্গে বশির উদ্দিন সুমন  বলেন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনের নির্দেশে ইফতার বিতরণ কর্মসূচি চলছে।  দেশরত্ন শেখ হাসিনার সোনার বাংলায় একজন মানুষও যেন না খেয়ে থাকে সেজন্য আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি।’