সালে আহমেদ,ডেমরাঃ
ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনুকে বিজয়ী করার লক্ষে ৬৭ নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যাগে বিভিন্ন এলাকায় নৌকা মার্কায় ভোট চেয়ে জনসংযোগ, লিফলেট বিতরণ করেছে ডেমরা থানা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক নেওয়াজ সাধন।
বুধবার (৭ অক্টোবর)সন্ধায় ৬৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে এবং দোকানে দোকানে ও পথচারীদের কাছে গিয়ে নৌকার পক্ষে ভোট চান।
এ সময় ছাত্রলীগ নেতা নেওয়াজ সাধন বলেন,ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জুবায়ের অাহমেদ ভাইয়ের দিকনির্দেশনায় ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি জয়নাল আবেদীন সৌরভ ভাইয়ের সার্বিক তত্তাবধানে পক্ষে এ জনসংযোগ।ঢাকা-৫ এর উন্নয়নের ধারা অব্যহত রাখতে ১৭ তারিখ নৌকায় মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করুন।
গণসংযোগ অংশ নেন ৬৭ নং ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।