নিজস্ব প্রতিবেদক ৫ জানুয়ারী ২০২১ , ৭:৩৭ এএম প্রিন্ট সংস্করণ
সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগা উপজেলার কাচঁপুর শিল্পাঞ্চল শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা জন্য ফারুক হোসেনকে লিখিতভাবে চিঠি দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহম্মেদ বাবুলের স্বাক্ষরিত চিঠিতে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলা শাখার জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আহমেদ বাবুলের স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি উল্লেখ্য যে করেন কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিকলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান মেম্বার এর বিরুদ্ধে কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিকলীগের সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ লিখিত অভিযোগ, কাঁচপুর ইউনিয়ন আওয়ামীলীগ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সোনারগা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠনতন্ত্রের ১৫ এর ক ধারা এবং ১৮ এর খ ধারা মোতাবেক আপনাকে দলীয় শ্রঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিক বিরোধী কার্যকলাপের কারনে কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিকলীগের সভাপতি পদ থেকে অব্যাহতি প্রদান করে সংগঠনের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ফারুক হোসেনকে সভাপতির কাঁচপুর শিল্পাঞ্চাল শ্রমিকলীগের দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় কাঁপুর শিল্পাঞ্চল শ্রমিকলীগের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে সদ্য দায়িত্বপ্রাপ্ত কাঁপুর শিল্পাঞ্চল শ্রমিকলীগের সভাপতি ফারুক হোসনে বলেন, আমাকে ২০১৮ইং সালের ২৪ অক্টোবর তারিখ থেকে নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার জন্য সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব শুক্কুর মাহামুদ ও সাধারণ সম্পাদক মাইন উদ্দিন আহম্মেদ বাবুল দায়িত্ব পালন করেছেন।
একই সাথে উপজেলা শ্রমিকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার জন্য অনুমতি দেওয়া হয়েছে।
একটি মহল আমাদের রাজনৈতিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুন্ন করার জন্য আমার বিরুদ্ধে ষরযন্ত্রমুলক ভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
এ সকল মিথ্যা অপবাদকারী ও ষরযন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।