নিজস্ব প্রতিবেদক ১৪ মার্চ ২০২১ , ১১:১০ পিএম প্রিন্ট সংস্করণ
সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে সেচ্ছাসেবক দলের কর্মীসভা পন্ড করে দিলেন পুলিশ। গতকাল রবিবার সন্ধায় চেঙ্গাইল এলাকায় কর্মীসভার পেন্ডেল, চেয়ার টেবিল, স্টেজ ভেঙ্গে দিয়ে দ্রুত সময়ের মধ্যে সভাস্থল ত্যাগ করার নির্দেশ দেন থানা পুলিশ।
সোনারগাঁ থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সালুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিলো, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও বিভাগীয় টিম প্রধান আনু মোহাম্মদ শাহিন, ঢাকা বিভাগের সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আরিফ হাওলাদার, নারায়নগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক নাসির উদ্দিন, সহ- সাধারণ সম্পাদক শাহ আলম, সমবায় বিষয়ক সম্পাদক মনির হোসেন মেম্বার, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম নুরু, প্রকাশনা সম্পাদ রাজন ভুইয়া, সোনারগাঁ থানা সেচ্ছাসেবক দল নেতা, শফিক, মামুন, স্বপনসহ কয়েকশত নেতাকর্মী উপস্থিত থাকার কথা ছিলো।
সমাবেশ শুরুর পুর্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পেন্ডেল, চেয়ার, স্টেজ ভেঙ্গে দিয়ে কর্মীসভা পন্ড করে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সালু সাংবাদিকদের বলেন, দলের কেন্দ্রীয় কর্মসূচীর ধারাবাহিকতায়‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মী সম্মেলন করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় হঠাৎ সোনারগাঁ থানা পুলিশের নেতৃত্বে একদল পুলিশ সদস্য এসে অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন। তিনি বলেন, পুলিশ অনুষ্ঠানের পেন্ডেল, চেয়ার ও স্টেজ ভেঙ্গে দেয়। আমরা এতে হতাশ। দলীয় কর্মসূচী পালন করা আমাদের গণতান্ত্রিক অধিকার। এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। তাই শান্তিপূর্নভাবে কোন কর্মসূচী পালন করতে দিচ্ছে না। দলীয় নেতাদের নির্দেশ পেলে সরকার পতনের জন্য আন্দোলন গড়ে তোলার জন্য আমরা ঐক্যবদ্ধ আছি।
এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রফিকুল ইসলাম জানান, অনুষ্ঠান করার জন্য আমাদের কাছে কোন অনুমতি নেয়নি। এজন্য কর্মসূচী পালনে উর্ধ্বতন কর্র্র্তৃপক্ষের নির্দেশে বাধা দেওয়া হয়েছে।