নিজস্ব প্রতিবেদক ২৪ ফেব্রুয়ারী ২০২১ , ১০:১৬ পিএম প্রিন্ট সংস্করণ
মোঃ মোয়াশেল ভূইয়া
করোনাভাইরাসের প্রতিষেধক কোভিশিল্ড টিকা (ভ্যাকসিন) গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শহরের খানপুরে অবস্থিত কোভিড ডেডিকেটেড নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতাল কেন্দ্রে টিকা নেন তিনি।
এ সময় হাসপাতালে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ টিটু, জেলা করোনা ফোকাল পারসন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।
টিকা নেওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেন শামীম ওসমান। তিনি বলেন, ‘সারাবিশ্বে ১৩০টি দেশে এখনও করোনার টিকা পৌঁছায়নি। সেখানে আমরা একটা স্বল্পোন্নত দেশ, যেখানে ১৭ কোটি মানুষের বসবাস। অনেকে অনেক কথা বলেছে, সবকিছু পেরিয়ে আমাদের দেশে টিকা আসছে এবং মানুষও নিচ্ছে। তাই প্রথমে আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই।’
তিনি আরও বলেন, ‘টিকা নেওয়ার পর সমস্যার খবর এখন পর্যন্ত পাই নাই। টিকাটি পরীক্ষীত হলেও এখন পর্যন্ত ট্র্যায়াল পর্যায়ে আছে। এ ধরনের ভ্যাকসিন সম্পূর্ণ হতে ১০ বা ১২ বছর লেগে যায়। আমি মনে করি সৃষ্টিকর্তা আমাদের পরীক্ষা করার জন্য সারা বিশ্বে রোগ দিয়েছে। বাংলাদেশে একটা অংশে স্বার্থপরতা দেখেছি আর একটা বিশাল অংশে মানুষের জন্য মানুষের কাজ করাও দেখেছি। এখন আমাদেরকে ঠিক করতে হবে আমরা কোন দিক দিয়ে পরিচিত হবো।’
সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সময় মতো আপনি এবং আপনার পরিবার টিকা নেন। এতে ভয় পাওয়ার কোন কারণ আছে বলে আমি মনে করি না। নারায়ণগঞ্জে ইতিমধ্যে ৪৫ হাজার টিকা নেওয়া হয়েছে। তারপরেও স্বাস্থ্যবিধি মেনে চলবেন। কারণ এখন পর্যন্ত বলতে পারছে না যে টিকা নিলে আর করোনা হবে না। অন্যান্য দেশে টাকা দিয়েও নিতে পারছেন না আর আমাদের দেশে বিনামূলে টিকা নিতে পারছি।’