নিজস্ব প্রতিবেদক ১ জুলাই ২০২০ , ৩:৪০ পিএম প্রিন্ট সংস্করণ
সালে অাহমেদ,ডেমরাঃ
করোনা যুদ্ধে জয়ী হয়ে ফিরলেন ডেমরা জোনের ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার জনাব রবিউল ইসলাম।গত ৩০ এপ্রিল প্রথম করোনা পজেটিভ ধরা পড়ে এবং গত ১৯ মে করোনা নেগেটিভ অাসে।পরবর্তীতে সুস্থ হয়ে গত পহেলা জুন কর্মস্থলে ফিরেন।
এমনকি মনোবল চাঙা রাখার জন্য তার হাতে ফুল তুলে দিয়ে রোগ মুক্তির শুভেচ্ছা জানিয়েছেন ট্রাফিক পুলিশের উধ্ধতন কর্মকতারা।
করোনায় মুক্তি ও জনগনের সেবা সম্পর্কে জানতে চাইলে ডেমরা জোনের ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম জানান,দেশের এই ক্লান্তিকালে মানুষের পাশে দাড়িয়ে তাদের একটু সেবা করতে চাই। করোনা শুরু থেকে পুরোপুরি দায়িত্ব নিয়ে দিনরাত মাঠে কাজ করেছি।পুলিশের কাজ হলো জনগণের সেবা, সেই সেবা করতে গিয়ে করোনায় অাক্রান্ত তারপর ও হাল ছেড়ে দেয় নি।করোনায় অামরা সবাইকে অবগত করতে পেরেছি পুলিশের সাথে জনগণের সম্পর্ক কতটুকু। কেউ অাসুক না অাসুক, পুলিশ কিন্তু অাক্রান্ত ব্যক্তিকে সাহায্য ওদাফন, সৎকার হতে সকল মানবিক কাজ করে গেছে।অামার দায়িত্ব থেকে মানুষের মাঝে সচেতনতামূলক মাইকিং, প্রচারণা ও বিভিন্ন সময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে সাধ্যমত খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাড়িয়েছি। সকলের দোয়া ও ভালোবাসা অাছে বলেই অাল্লাহর মেহেরবানীতে করোনায় জয়ী হয়ে অাপনাদের সকলের মাঝে অাবার ফিরে এলাম। এসময় তিনি এই প্রতিবেদক অারো ও বলেন,অাপনারা সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারকে ও নিরাপদে রাখুন।করোনায় পুলিশের মানবিক কাজে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করি।