নিজস্ব প্রতিবেদক ৩০ মে ২০২১ , ৭:০৯ পিএম প্রিন্ট সংস্করণ
কলেজ প্রতিনিধি :
শিক্ষা ব্যবস্থার চলমান অচলাবস্থা নিরসন ও সুরক্ষা নিশ্চিতপূর্বক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলন কবি নজরুল সরকারি কলেজ শাখা।
রবিবার সকাল ১০ টায় রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের প্রধান ফটকে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির কলেজ শাখার সভাপতি আমরান হোসাইন সাদিক।
এ সময় তিনি দ্রুততম সময়ের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়ে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু শিক্ষা যদি হয় অটোপাশ তবে জাতি হবে মেধা শূন্য। শিক্ষার্থীরা আজ বই-খাতা রেখে জীবিকার তাড়নায় কাজে নিয়োজিত হচ্ছে। অনেকেই শিক্ষার আশা ছেড়ে দিচ্ছে। অপর দিকে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক অপরাধে জড়িয়ে যাচ্ছে। মাদক, ইয়াবা ও শিশু ধ্বংসাত্মক ডিভাইস তাদের নিত্য সঙ্গী হচ্ছে। এভাবে জাতিকে বোকা বানিয়ে একটি মেধাহীন প্রজন্ম তৈরি করে দেশকে অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তাই, তিনি শিক্ষা নিয়ে সরকারকে তামাশা বন্ধের জোর দাবী জানান।
মানববন্ধনে ইশা ছাত্র আন্দোলন কবি নজরুল সরকারি কলেজ শাখার প্রশিক্ষণ সম্পাদক রবিউল ইসলাম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিহাব ও সদস্য রাশেদুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন।