জাতীয়

কদমতলী থানা প্রেস ক্লাবের উদ্যোগে বিনামুল্যে মাস্ক,হ্যান্ডস্যানিটাইজার ও খাবার বিতরন

  নিজস্ব প্রতিবেদক ১ অগাস্ট ২০২১ , ৯:২৪ পিএম প্রিন্ট সংস্করণ

সোহরাওয়ার্দীঃ

কোভিডমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিনা মূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও খাবার বিতরণ করেছে রাজজধানীর কদমতলী থানা প্রেস ক্লাবের কর্মকর্তারা।আজ দুপুরে রাজধানীর তদমতলী থানা এলাকার রায়েরবাগ মেরাজ নগরে কদমতলী থানা প্রেস ক্লাবের সামনে হুসেইন মুহাম্মদ এরশাদ ট্রাষ্টের সৌজন্যে এ কর্মসুচী পালিত হয়েছে।করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় মানুষকে সচেতনতা বাড়ানোসহ স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে এবং করোনা দুর্যোগে দুর্দশাগ্রস্ত মানুষকে সহায়তার জন্যই মুলত এ কর্মসুচী পালন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান বিদিশা এরশাদ।দুপুরে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কদমতলী থানা প্রেসক্লাবের সুমন চৌধুরী।সভাপতিত্ব করেন কদমতলী থানা প্রেসক্লাবের সভাপতি এস. এইচ শিবলী।সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন কদমতলী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এবং এস কে সবুজ।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির সাধারন সম্পাদক সোহরাওয়ার্দী সহ-সভাপতি এ.আর হানিফ,আজাদ হোসেন,যাত্রাবারি থানা প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশীদ,শ্যামপুর থানা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মনির হোসেন।অনুষ্টানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয পার্টির (এরিক এরশাদ গ্রুপের) মহাসচিব কাজী মামুনুর রশীদ,বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় জোটের নেতা শেখ শহীদুজ্জামান,নীলফামারী থেকে নির্বাচিত জাতীয় পার্টির সাবেক এম পি জাফর ইকবাল সিদ্দিকী সহ নারী নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে বিদিশা এরশাদ ভয়াল আগস্ট মাসের ১৫ আগষ্টে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে জাতির জনক বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।বর্তমান করোনা মহামারিতে কর্মহীন মানুষদের পাশে দাড়াতে সরকার কে আহবান জানান,তাছারা বিদিশা এরশাদ ফাউন্ডেশন থেকে মহামারিতে কর্মহীন মানুষদের খাদ্য সহায়তার আশ্বাশ দেন বিদিশা এরশাদ।এ সময় তিনি অসহায় দরিদ্র মানুষদের মাঝে তৈরি খাবার,মাস্ক,ও হ্যান্ডস্যানিটাইজার বিতরন করেন।