জাতীয়

কদমতলীতে শিশুর রহস্যজনক মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক ২০ ডিসেম্বর ২০২০ , ৯:৪২ এএম প্রিন্ট সংস্করণ

খোরশেদ আলম শিকদার, স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর কদমতলীর নামা শ্যামপুর বিশ ফুট সড়ক এলাকায় শনিবার সন্ধ্যায় একটি শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম- মাহিদ হোসেন (৮), পিতার নাম-বাবুল হোসেন। গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার আলীপুর গ্রাম।

জানাযায়, শিশু মাহিদ হোসেন তার মা ও বড় ভাই শিহাব নামা শ্যামপুর হান্নান মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। শিহাব পাশেই একটি ফার্নিচারের দোকানে কাজ করেন। প্রতিদিন বিকেলে শিহাবের কাছে যেতেন মাহিদ। শনিবার বিকেলে ফার্নিচার দোকানে না যাওয়ায় শিহাব বাসায় যান। গিয়ে দেখে তার ভাই মারা গেছে। মাহিদের মৃত্যুতে তার মা ও ভাই সাধারন মৃত্যু নয় বলে পুলিশকে খবর দেন।

কদমতলী থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন মীর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।