জাতীয়

কদমতলীতে ধর্ষন মামলার আসামী নাছির গ্রেফতার

  নিজস্ব প্রতিবেদক ২৯ নভেম্বর ২০২০ , ১০:৩৬ পিএম প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার:

রাজধানীর কদমতলী ১৪ বছরের কিশোরী ধর্ষন মামলার আসামী নাছির মিয়া (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগ সুত্রে জানাযায়, কিশোরীর মা একজন গৃহিনী। শ্যামপুর পালপাড়া বাবুলের বাড়ির ভাড়াটিয়া। একই এলাকায় বসবাস করেন ৫৮,৫৯ ও ৬০ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর সাহিদা বেগমের ভাই নাছির মিয়া। সে সুবাধে কিশোরীর বাবার সাথে নাছির মিয়ার পরিচয় হয়ে প্রায় সময় নাছির ওই বাড়িতে আসা যাওয়া করতেন। এক পর্যায়ে কিশোরীর বাবাকে চাকুরী দেয়ার আশ^াস দেন। এরই ফাঁকে কিশোরীকে কু প্রস্তাব দিতেন।

তার প্রস্তাবে রাজি না হওয়ায় ৯ নভেম্বর রাতে ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের পরিত্যক্ত বাড়িতে নাছির কিশোরীকে ডেকে নিয়ে জোড় পূর্বক ধর্ষন করে ফেলে যায়। পরে কিশোরী কান্না করতে করতে বাসায় গিয়ে তার মাকে বিষয়টি জানায়। তার মা বাদী হয়ে এ ব্যাপারে নাছিরকে আসামী করে কদমতলী থানায় ধর্ষন মামলা করেন। শনিবার পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।

এ ব্যাপারে কদমতলী থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন মীর  বলেন,আসামী নাছিরকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।