কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ২ গ্রুপের সংঘর্ষে ৭ রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন।
আজ শুক্রবার ভোরে উখিয়ার বালুখালীর ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে নিহতদের মধ্যে ৪ জনের নাম জানা গেছে। তারা হলেন উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্প-২ এর মোহাম্মদ ইদ্রিস (৩২), বালুখালী ক্যাম্প-১ এর ইব্রাহীম হোসেন (২২), ১৮ নম্বর ক্যাম্পের আজিজুল হক (২৬) ও মো. আমীন (৩২)।