রাজনীতি

এম পি সামাদ চৌধুরী এবং ব্যারিষ্টার রনির মায়ের মৃত্যুতে ইতালীতে দোয়া মাহফিল

  নিজস্ব প্রতিবেদক ১৪ এপ্রিল ২০২১ , ৮:৪৫ পিএম প্রিন্ট সংস্করণ

এম পি সামাদ চৌধুরী এবং ব্যারিষ্টার রনির মায়ের মৃত্যুতে ইতালীতে দোয়া মাহফিল।গত ১৩ এপ্রিল ইতালির রাজধানী রোমে তরপিনাতারায় মসজিদে রোমায় বাংলাদেশ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব সিলেটের এম পি সামাদ চৌধুরী এবং কেন্দ্রীয় আইন সম্পাদক ও সর্ব ইউরোপ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সেক্রেটারি ব্যারিষ্টার জাহাঙ্গীর আলম রনির মা পারুল আক্তার ( বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি) তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ইতালী শাখা, মুনাজাত পরিচালনা করেন মসজিদের ঈমাম মাওলানা ফারুক আহমেদ, দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সভাপতি হাবিবুর রহমান নাজমুল, সেক্রেটারী জামিলুল আরিফ জামিল, সাংগঠনিক সচিব শরীফুল ইসলাম শরীফ, সহ সভাপতিঃ আলম মাহমুদ,সহ সভাপতি রোবেল হাসান, শামীম মল্লিক,জয়েন সেক্রেটারী মহসিন সাহ, কোষাধ্যক্ষ মুরাদুল ইসলাম ছোটন, সহ সাংগঠনিক সম্পাদক মামুন রহমান,অন্যান্য নেত্রী বৃন্দের মধ্যে উপস্থিতি ছিলেন সাহারিয় জালাল,খলিল মোল্লা,রফিক,আফছার,বাবলো সহ অনেকেই,,,সবশেষে নৈশভোজে অংশ গ্রহন করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ইতালী শাখার প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াদুদ এবং রোম মহানগরের সভাপতি এম ডি উজ্জল ও সেক্রটারী বেলাল আহমেদ,,