জাতীয়

এম এ মোতালেব হোসেনের স্ত্রী’র ইন্তেকালে শোকাহত ‘এফবিজেও’পরিবার

  নিজস্ব প্রতিবেদক ২ অগাস্ট ২০২১ , ৫:৩১ পিএম প্রিন্ট সংস্করণ

 

স্টাফ রিপোর্টার :

ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) এর প্রতিষ্ঠাতা যুগ্ম মহাসচিব মরহুম এম এ মোতালেব হোসেনের স্ত্রী আন্তর্জাতিক দাবাড়ু এডভোকেট খাদিজা ইয়াসমিন বিউটি (৪৯) গত ০১/০৮/২০২১ ইংরেজি রবিবার সিকদার মেডিকেল হসপিটালে বিকাল ৪.৩০ মিনিটে ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমা কে এম এ মোতালেব হোসেন নিজ এলাকার কাপাসিয়ায় দাফন করা হয়। তার অকালমৃত্যুতে ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) এর পরিবারের পক্ষ হইতে গভীর শোক প্রকাশ করা হয়। এ বিষয়ে সংগঠনের প্রধান সমন্বয়ক মো: শামছুল আলম বলেন, মরহুম এম এ মোতালেব হোসেন ছিলেন খুব নরম মনের মানুষ, অত্যন্ত মিশুক একজন মানুষ ছিলেন। এফবিজেও’র একজন প্রতিষ্ঠাতা যুগ্ম মহাসচিব হিসেবে দীর্ঘদিন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।

খুব বেশি মনে পড়ে ওনাকে। আল্লাহ পাক তাকে জান্নাত দান করুন। সেই সাথে তার স্ত্রীর অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তিনিও জান্নাত বাসি হোন।