জাতীয়

এক হাজার কোটি টাকা প্রণোদনাসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষকদের মানববন্ধন

  নিজস্ব প্রতিবেদক ৩০ জুন ২০২০ , ১:৪৬ পিএম প্রিন্ট সংস্করণ

সালে আহমেদ,ঢাকাঃ
বেসরকারি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য ১০০০ কোটি টাকা সরকারী প্রণোদনাসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে, সিদ্ধিরগঞ্জের প্রায় দেডশতাধিক বেসরকারি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এ দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন ঢালীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,বাংলাদেশ বেসরকারী প্রাথমিক ও কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির সভাপতি জনাব, এম এ সিদ্দিক মিয়া। বিশেষ অতিথি – ঢাকা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সদস্য সচিব জনাব জি এইচ ফারুক, বাংলাদেশ বেসরকারী প্রাথমিক ও কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির মহাসাচিব শেখ মিজানুর রহমান, সিদ্ধিরগঞ্জ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা সাংবাদিক বিল্লাল হোসেন রবিন, রুপগঞ্জ কিন্ডারগার্টেন ও শিক্ষা উন্নয়ন কমিটির মহাসচিব লায়ন সালেহ আহনদ, সিদ্ধিরগঞ্জ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক মো: জাকির হুসাইনসহ আরও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় তারা ছয় দফা দাবি করেন, দাবি সমুহ হলোঃ
১। নন এমপিও ভুক্ত শিক্ষকদের মত কিন্ডারগার্টেন শিক্ষকদের আর্থিক সহায়তা প্রদান করা হউক।২। কিন্ডারগার্টেন স্কুল সমুহকে প্রনোদনার ব্যবস্থা করন , যা সহজ শর্তে ঋন হিসেবে দেওয়া যেতে পারে।৩। কিন্ডারগার্টেন শিক্ষক শিক্ষিকা ও কর্মচারিদের জন্য রেশন কার্ডের ব্যবস্থা করন।৪। করোনা ভাইরাসের সংক্রমনের হার কমে গেলে স্বাস্থ্যবিধি মেনে দ্রæত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করন। ৫। সহজশর্তে কিন্ডারগার্টেন স্কুল সমুহকে নিবন্ধনের আওতায় আনতে হবে।৬। প্রাথমিক শিক্ষা সমাপনী (পি ই সি) পরিক্ষার মতো নিজ স্কুলের নামে জে এস সি পরিক্ষায় অংশগ্রহনের সুযোগ দিতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনাভাইরাসের সংক্রামন প্রতিরোধে সরকারের ঘোষনা মোতাবেক ১৭ মার্চ ১৪৫টি বেসরকারি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে সিদ্ধিরগঞ্জে। যার কারণে চরমভাবে আর্থিক সংকটে পড়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো।তাছাড়া লকডাউনের কারণে শিক্ষক-শিক্ষিকা প্রাইভেট টিউশনীও করতে পারছে না। কিন্তু স্কুল বন্ধ থাকার কারণে স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকারা অর্থনৈতিক ভাবে নিদারুন কষ্টে দিনাতিপাত করছে। কোন শিক্ষক না পারে কারো কাছে হাত পাততে না পারে লাইনে দাঁড়িয়ে সাহায্যে নিতে। এমন পরিস্থিতিতে নিরুপায় হয়ে শিক্ষকরা রাস্তায় নেমেছে তাদের কস্টের কথা মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে। মানবিকভাবে এই শিক্ষক-শিক্ষিকা-কর্মচারীদের দিকে সু-দৃষ্টি দিবেন। মানববন্ধন থেকে ৬ দফা-দাবি পেশ করা ।এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা ফেস্টুন-ব্যনার নিয়ে অংশগ্রহণ করেন।