জাতীয়

ইচ্ছে হাসি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যােগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

  নিজস্ব প্রতিবেদক ৮ মে ২০২১ , ১১:৪৩ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ

গত ৮ মে রোজ শনিবার, বরপা,নারায়ণগঞ্জ প্রবাহ পাঠশালায় ইচ্ছে হাসি স্বেচ্ছাসেবী সংগঠন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইদের পোশাক বিতরণ করে।

এসময় ৩৪ জন শিশুদের মাঝে পোশাক বিতরণ করা হয়। শিশুরা ঈদের পোশাক পেয়ে খুব উচ্ছ্বাস প্রকাশ করে। ইচ্ছে হাসির স্বেচ্ছাসেবীরা পোশাক বিতরণ এর আগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খেলাধুলার আয়োজন করে থাকে এবং বিজয়ীদের পুরুস্কৃত করে।

পোশাক বিতরণ পরবর্তী সময়ে ইচ্ছে হাসি স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাইমুল হাসান বলেন, ইদ হলো আনন্দের কিন্তু সমাজের অনেক সুবিধাবঞ্চিত শিশু রয়েছে,যারা ঈদের আনন্দ থেকে বঞ্চিত ইচ্ছে হাসি স্বেচ্ছাসেবী সংগঠন সবসময় চেষ্টা করে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেয়ার,সেই জন্য আমাদের সামর্থ অনুযায়ী এই শিশুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তিনি সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন। যাতে করে ঈদ আনন্দ ছড়িয়ে যায় সবার মাঝে।

সংগঠনটির অন্যতম কার্যনির্বাহী সদস্য তাওফিক আহমেদ রিপন জানান আমরা বরাবরই ঈদের আনন্দ ও অন্যান্য সময় সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করে থাকি তো এই ধারা ভবিষ্যতে ও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এসময় পোশাক বিতরণ স্থানে উপস্থিত ছিলেন প্রবাহ পাঠশালার শিক্ষকরা,ইচ্ছে হাসি স্বেচ্ছাসেবী সংগঠন এর সহ সভাপতি সজিব মাহমুদ এবং ইচ্ছে হাসির স্বেচ্ছাসেবকরা।