জাতীয়

আ.লীগ নেতার বাড়িতে হাতবোমা–গুলি, অভিযোগ কাদের মির্জার দিকে

  নিজস্ব প্রতিবেদক ২০ নভেম্বর ২০২১ , ১১:৫১ পিএম প্রিন্ট সংস্করণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের বাড়িতে হাতবোমা নিক্ষেপ, ভাঙচুর ও গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত পৌনে আটটার দিকে উপজেলার চর কাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার সময় খিজির হায়াত খানের পরিবারের সদস্যরা আসবাবের আড়ালে লুকিয়ে কোনো রকমে নিজেদের রক্ষা করেন।

এর আগে গত ৯ অক্টোবর রাতেও উপজেলা আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলা-ভাঙচুর চালিয়েছিল দুর্বৃত্তরা। এ ছাড়া গত ৮ মার্চ কোম্পানীগঞ্জের বসুরহাট রুপালি চত্বরে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার উপস্থিতিতে তাঁর অনুসারীদের হামলার শিকার হন খিজির হায়াত খান।