জাতীয়

আড়াইহাজারে ৫ সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  নিজস্ব প্রতিবেদক ৫ অক্টোবর ২০২০ , ১২:৩৩ এএম প্রিন্ট সংস্করণ

নাজমুল হাসানঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অভিযান চালিয়ে আবাসিক গ্যাসের পাঁচ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার গির্দাসহ কয়েকটি এলাকায় এ অভিযান চালানো হয়।

আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেনের নেতৃত্বে জেলার রূপগঞ্জ উপজেলার তিতাস গ্যাস যাত্রামুড়া কার্যালয়ের একটি দল অভিযানটি পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেন জানান, দুপুর থেকে বিকেল পর্যন্ত তিতাস কর্তৃপক্ষ ও ভ্রাম্যমাণ আদালত গির্দা এলাকায় পাঁচ হাজার বাড়ির গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় গ্যাসের ২০০ ফুট অবৈধ সংযোগের পাইপ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে আবাসিক গ্যাস সংযোগ অবৈধভাবে বাণিজ্যিক ব্যবহার করায় এক জনকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক শাখার উপ-ব্যবস্থাপক মেজবাউর রহমান, উপ-ব্যবস্থাপক হাসান আহমেদ, সহকারী ব্যবস্থাপক সরোয়ার হোসেন, জহিরুল ইসলাম, খইয়ুম ব্যাপারী, ফারুক হোসেন, ওয়াদুদ মিয়া, মো. আরিফ, সাইফুর রহমান, হাফিজসহ পুলিশ বাহিনীর সদস্যরা।

তিতাস গ্যাস রূপগঞ্জ যাত্রামুড়া আঞ্চলিক বিক্রয় (আ বি বি ) সোনারগাঁও নারায়ণগঞ্জ কার্যালয়ে চলতি বছরের মার্চ মাসের ২০তারিখে বর্তমান কর্মস্থলে যোগদান করেন জহিরুল ইসলাম । তিনি জানান যোগদান করার পর থেকেই তিনি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সহ ঝুঁকিপূর্ণ, ত্রুটিপূর্ণ ,লাইনগুলো চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উর্ধতন কর্মকর্তাদের নিয়ে দিন রাত অবিরাম কাজ করে যাচ্ছেন।অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় একদিকে সরকারী সম্পদের সাশ্রয় হবে অন্যদিকে বৈধ গ্রাহকরা পাবেন নিরবিচ্ছিন্ন সেবা।