জাতীয়

আড়াইহাজারে প্রতিবন্ধী চালক খুন, ইজিবাইক ছিনতাই

  নিজস্ব প্রতিবেদক ৯ মার্চ ২০২১ , ১১:৫০ পিএম প্রিন্ট সংস্করণ

আড়াইহাজারে প্রতিবন্ধী চালক খুন, ইজিবাইক ছিনতাই

 

মোঃ মোয়াশেল ভূইঁয়া

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সবুজ (২৫) নামে শারীরিক প্রতিবন্ধী এক ইজিবাইক চালককে শ্বাসরোধে হত্যার পর তার ইজিবাইক ছিনতাই করেছে দুবৃর্ত্তরা।

মঙ্গলবার (৯ মার্চ) বেলা ১০টার দিকে খবর পেয়ে পুলিশ আড়াইহাজার ইলুমদী আমবাগ এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এর আগে তিনি গত সোমবার বিকেল ৪ টার দিকে বাড়ি থেকে বের হন। নিহত সবুজ স্থানীয় খিরদাসাদী এলাকার শফিকুল ইসলামের ছেলে।

মৃতের চাচা মামুন জানান, গত সোমবার বিকেল ৪টার দিকে সবুজ তার অটো নিয়ে জীবিকার সন্ধানে বের হন। রাত আটটা পর্যন্ত তার ব্যক্তিগত মোবাইলে পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ ছিল। এরপর থেকে তার ফোনে একাধিকবার কল করা হলেও তা রিসিভ করা হচ্ছিল না। এতে পরিবারের লোকজনের সন্দেহ হলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যাচ্ছিল না।`

তিনি জানান, তাকে শ্বাসরোধে হত্যা করে দুবৃর্ত্তরা তার ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে। তার গলায় গামছা দিয়ে ফাঁস দেয়া ছিল। হাত-পা বাঁধা অবস্থায় মুখের ভিতরে কাপড় ঢুকানো ছিল। মৃত ব্যক্তি শারীরিক প্রতিবন্ধী ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতের লাশ শনাক্ত করা হয়। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন।

আড়াইহাজার থানার তদন্ত কর্মকর্তা আনিসুর রহমান মোল্লা বলেন, `লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিভিন্ন এলাকার (সিসিটিভি) ফুটেজ সংগ্রহ করাসহ বিভিন্ন সূত্র ধরে তদন্ত চলছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে দোষিদের শনাক্ত করা সম্ভব হবে।`