নিজস্ব প্রতিবেদক ৩১ অগাস্ট ২০২২ , ১০:৫৬ এএম প্রিন্ট সংস্করণ
নাজমুল হাসান প্রতিবেদনঃ
একজন মানুষ মহৎ হয়ে ওঠেন তার কর্মগুণে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা তাদের কর্ম, ধ্যান-জ্ঞান, অর্জন সবকিছু উৎসর্গ করেন দেশের স্বার্থে, মানুষের কল্যাণে। নিঃস্বার্থভাবে করেন মানুষের উপকার। তারা কর্তব্য কাজে ফাঁকি না দিয়ে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। এমনই একজন হলেন রাজউক কর্মকর্তা ইমারত পরিদর্শক নির্মল মালো।দক্ষতা ও সুনামের সঙ্গে পদায়িত্ব পালনের পাশাপাশি সুযোগ পেলেই ব্যক্তিগতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান তিনি।
নির্মল মালো একজন সফল আদর্শ পিতা। সন্তানকে দেশের সেবায় নিয়োজিত করতে গড়ে তুলতে চান তিনি।
একজন সরকারি চাকুরিজীবী অত্যন্ত প্রত্যয়ী ও পরিশ্রমী কর্মবীর। তিনি ১৯৮৯ সালে গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার স্ত্রী ঊর্মী সাহা মালো এবং ছোট্ট ফুটফুটে একটা কন্যা সন্তান নিয়ে বসবাস করেন ঢাকায়।
নির্মল মালো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ( রাজউক ) এ ইমারত পরিদর্শক হিসেবে চাকুরি সূত্রে ঢাকায় কর্মরত আছেন।
সাংসারিক জীবনের হাজারো ব্যস্ততার ভীড়েও নানা ঘাত প্রতিঘাত সহ্য করে নিজের সন্তানকে পরম স্নেহ মমতায় লালন পালন করছেন।
তিনি ২০১৮ সালে বর্তমান কর্মস্থলে যোগদান করেন। তিনি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে গ্রাজুয়েশন করেছেন। কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন থেকে এসএসসি পাস করেন। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক দর্শনে বিশ্বাসী।
কর্মবীর এই মানুষটি কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর ডেমরা থানা এলাকার দায়িত্বপ্রাপ্ত স্থানে ইমারত পরিদর্শনে সর্বদা ছুটে
বেড়ান তিনি।
মানবিক এই কর্মকর্তা স্বভাব-সুলভ যেমন মানবিক, তার আচরণ তেমনি আন্তরিক। দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সুযোগ পেলেই ব্যক্তিগতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান। মানসিক ও শারীরিক প্রতিবন্ধী, ভিক্ষুক, শিক্ষার্থীসহ অসহায় মানুষের বিপদে আপদে পাশে থাকেন।