জাতীয়

আদালতের আদেশ অমান্য করে যাত্রাবাড়ি ঢাকা বাজার মৎস্য মার্কেটে উচ্ছেদের অভিযোগ

  নিজস্ব প্রতিবেদক ১৪ নভেম্বর ২০২০ , ১১:৫২ পিএম প্রিন্ট সংস্করণ

খোরশেদ আলম শিকদার, স্টাফ রিপোর্টার:

উচ্চ আদালতের আদেশ অমান্য করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) বিরুদ্ধে যাত্রাবাড়ি ঢাকা বাজার মৎস বাজারে উচ্ছেদ অভিযান চালানোর অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সিনিয়র সহকারী সচিব এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। যার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা নং সিপি ২২০৯/২০১৮।
জানাযায়, যাত্রাবাড়ি মৌজাস্থ্য সি এস খতিয়ান ৬৯, এস এ খতিয়ান নং- ১৭৯, সি এস ও আর দাগ নং- ৫৭৩ এর ৬ শতাংশ জমিতে আনোয়ার কবির ভুইয়া এর মালিকানাধীন সম্পত্তির উপর যাত্রাবাড়ি ঢাকা বাজার মৎস বাজারে টিনশেড বিল্ডিং ঘর নির্মাণ করে ২০টি দোকানে মৎস দোকান ছিল।

সম্পত্তি ও দোকান মালিক আনোয়ার কবির ভুইয়া বলেন, উক্ত সম্পত্তির বিষয়ে উচ্চ আদালতে মামলা চলমান ও স্থগিতাদেশ রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ আমাকে পূর্বে কোন নোটিশ না দিয়ে না জানিয়ে হঠাৎ করে শনিবার দুপুরে আমার ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির উপর নির্মিত টিনশেড ২০টি দোকান ভাংচুর করেন। এসময় আমি বলেছি এ সম্পত্তি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে এবং স্থগিতাদেশ রয়েছে। আমি আদালতের আদেশের কাগজপত্র দেখিয়েছি। আদালতের আদেশ অগ্রাহ্য করে আমাকে তোয়াক্কা না করে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এতে আমার প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে মামলার সুপ্রিম কোর্টের আইনজীবি এডভোকেট আব্দুল হাই বলেন, যেখানে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে ও স্থগিতাদেশ রয়েছে। সেখানে ঢাকা দক্ষিণ সিটি আদেশ অমান্য করে নোটিশ না দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে জমির মালিকের ব্যাপক ক্ষতি সাধন করেছেন।

এ বিষয়ে জানতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সিনিয়র সহকারী সচিব এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।