জাতীয়

আদর্শ বুকে ধারণ করতে হবে: এনইউজে’র সভায় বক্তারা

  নিজস্ব প্রতিবেদক ১৪ মার্চ ২০২১ , ১১:০৯ পিএম প্রিন্ট সংস্করণ

 

মোঃ হিমেল ভূইঁয়া

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপবঙ্গবন্ধুরলক্ষে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নে (এনইউজে) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ মার্চ) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ। সভা শেষে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

এনইউজে’র সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শফিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক, বিএফইউজে’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ দীপ আজাদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম, সাবেক সভাপতি ফজলুল হক, সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, এনইউজে’র সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনইউজে’র সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথ।

বক্তারা বলেন, সারা জীবন মানুষের জন্য কাজ করে গেছেন বঙ্গবন্ধু। এখন তাঁর সুযোগ্য কন্যা দেশের উন্নয়নের পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করে সকলের সামনে তুলে ধরা জরুরি বলে মন্তব্য করেন তারা।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। তাঁর কন্যা কাজ করছেন। আমরা তাঁর সহযোগী হয়ে কাজ করে যেতে চাই। সাংবাদিক ইউনিয়নের দাবির প্রেক্ষিতে স্থায়ী কার্যালয়ের জন্য সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক।

আব্দুল মজিদ বলেন, স্বাধীন দেশে সাংবাদিকদের জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিল, প্রেস ইনস্টিটিউট গঠন করেছিলেন বঙ্গবন্ধু। তাঁর কন্যাও সাংবাদিকদের ভবিষ্যত সুরক্ষিত করতে কাজ করছেন। শফিউল ইসলাম বলেন, উন্নত দেশের জন্য টেকসই আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজন। এই বাহিনী গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুকে বুকে ধারণ করতে হবে বলে মন্তব্য করেন ইউএনও নাহিদা বারিক।

বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে সভাপতির বক্তব্যে আব্দুস সালাম বলেন, খুব কাছ থেকে বঙ্গবন্ধুকে দেখার সুযোগ হয়েছিল। আজ এই প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে জেনে তাঁর আদর্শকে ধারণ করার আহ্বান জানাই।

বক্তব্য শেষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা হয়। পরে নানান পদের পিঠার মাধ্যমে সান্ধ্যকালীন ভোজের আয়োজন করা হয়। অতিথিবৃন্দসহ সাংবাদিকবৃন্দ এই আয়োজনে অংশগ্রহণ করেন।