জাতীয়

অলৌকিক ভাবে বেঁচে গেলেন সৈয়দ জাহিদ হোসেন ফারুক

  নিজস্ব প্রতিবেদক ১৬ মার্চ ২০২১ , ১০:৩৯ এএম প্রিন্ট সংস্করণ

 

ত্রিশাল ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ক্ষনিকের বসতি এ অবেলায় আমি এক ভুবন অতিথি
কেমনে শুধিবো ভব দায় এলো বুঝি জীবনের ইতি এই কবিতাটির লেখক সূফী সম্রাট লাখো ভক্তের পথপ্রদর্শক মানবসেবাই সর্বত্যাগী হৃদয় দৃষ্টি সৃষ্টি করা মহা কারিগর ধর্মীয় মহাজ্ঞানী জাহিদ হোসেন ফারুক সম্প্রতি ময়মনসিংহের ত্রিশালে বিশেষ সফরে এসে দুর্ঘটনার শিকার হন।তার মালিকানা গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনের বারান্দায় ঢুকে পড়েন ।এতে গাড়ির ক্ষতি হলেও অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলেন সৈয়দ জাহিদ হোসেন ফারুক

ত্রিশালে অবস্থিত জাহিদ ফাউন্ডেশন চেয়ারম্যান জসীমউদ্দীনের সাথে তিনি ত্রিশাল উপজেলা পরিষদ কার্যালয়ে সৌজন্য সাক্ষাত্ করতে এসে এই দুর্ঘটনার শিকার হন। প্রত্যক্ষদশীরা জানান, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এর প্রবেশপথের বারিন্দায় সব সময় মানুষ চলাচল করে থাকেন। যে সময় গাড়িটি দুর্ঘটনাকবলিত হয় ওই মুহূর্তে কোন লোকজন ছিল না। বিশিষ্ট পীরে কামেল সৈয়দ জাহিদ হোসেন ফারুক বলেন সবকিছুই আল্লাহর ইচ্ছা । উপর আল্লাহ যা কিছু করেন ভালোর জন্যই করেন। তিনি সবার নিকট দোয়া চেয়েছেন।