নিজস্ব প্রতিবেদক ২৮ ফেব্রুয়ারী ২০২১ , ১০:১৫ পিএম প্রিন্ট সংস্করণ
মোঃ মোয়াশেল ভূইয়া
নারায়ণগঞ্জ জেলা পুলিশের ‘খ’ সার্কেলে যোগদান করেছেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন। তিনি পটুয়াখালী থেকে বদলী হয়ে নারায়ণগঞ্জে যোগদান করেছেন।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করার পর তাকে ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টিএম মোশাররফ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান প্রমুখ।