জাতীয়

অতিরিক্ত ডিআইজি হলেন নারায়ণগঞ্জের সাবেক ৩ এসপি

  নিজস্ব প্রতিবেদক ২ মে ২০২১ , ১১:০৮ পিএম প্রিন্ট সংস্করণ

 

মোঃ মোয়াশেল ভূঁইয়া

অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন নারায়ণগঞ্জের সাবেক ৩ পুলিশ সুপার (এসপি)। তারা হলেন, সৈয়দ নুরুল ইসলাম, মো. আনিসুর রহমান, মোহাম্মদ হারুন রশীদ। বর্তমানে তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছেন। এর মধ্যে মোহাম্মদ হারুন অর রশীদ তেজগাঁও বিভাগের উপকমিশনার পদে, সৈয়দ নুরুল ইসলাম মতিঝিল বিভাগের উপকমিশনার এবং মো. আনিসুর রহমান সদরদপ্তর ও প্রশাসন বিভাগের উপকমিশনার পদে দায়িত্ব পালন করছেন।

রোববার (২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেয়া হয়।

প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের বরাবর যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে।

এর মধ্যে সৈয়দ নুরুল ইসলাম ২০১৩ সালের ১৭ ফেব্রুয়ারি হতে ২০১৪ সালের ১ মে পর্যন্ত কর্মরত ছিলেন। মো. আনিসুর রহমান ২০১৮ সালের ২০ আগস্ট হতে ৩ ডিসেম্বর পর্যন্ত এবং মোহাম্মদ হারুন রশীদ ২০১৮ সালের ৩ ডিসেম্বর হতে ২০১৯ সালের ৭ নভেম্বর পর্যন্ত নারায়ণ গঞ্জে দায়িত্ব পালন করেন